সারাটি জীবন গেল আঁধারে আমার
মিটল না কোন শখ এই ভবে আর।
আপন আপন করি সে তো হয় পর
পর হাত ধরে যেন বাঁধে সুখে ঘর।
যে ছিল হৃদয় মাঝে সে তো গেছে দূরে
কষ্ট দিয়ে ব্যথা দিয়ে দিল বুক ভরে।
কেমন মানুষ আমি খুঁজবো আবার
সুখ চেয়ে ধোকা যদি পাই বার বার।


জীবনের পথচলা যেন আঁকাবাঁকা
সেই পথে আমি আজ কেন চলি একা।
কারো হাত পেয়ে কাছে ধরা তো যায় না
ব্যথা পেয়ে কারো কাছে বলা তো যায় না।
এই প্রাণ একা একা শুধু পায় ব্যথা
কেউ কি শুনবে মোর কোন দিন কথা।


রচনা কাল : ০১/০৪/২০১৮ ইং