এখনো তোমায় শুধু ভালবেসে যাই
মায়ার বাঁধন কেটে নাহি যেতে চাই।
আমার অন্তর তুমি ভোলা নাহি যায়
শুধুই ব্যথার ঢেউ প্রাণে উছলায়।
সুখের ঠিকানা তুমি আছে চেনা জানা
তবুও পারিনে যেতে আছে যেন মানা।
স্বপন দেখার দিন হয়ে গেছে শেষ
একেলা পাথর হয়ে সুখে আছি বেশ।


বেঁধেছো সুখের ঘর কষ্ট নাহি রয়
আপন মানুষ ভুলে প্রাণ করো জয়।
যেভাবে তোমার মন সুখ পায় খুঁজে
সেদিকে হাটবে তুমি দু'নয়ন বুঝে।
পিছনে দেখবে নাহি ফিরে কোনদিন
যদিও বুকের মাঝে করে চিনচিন।


রচনা কাল : ২০/০৩/২০১৯ ইং