বুক ভরা শুধু স্বপ্ন লাগে তাই ভার
মনে হয় পৃথিবীতে বাঁচবো না আর।
স্বপ্ন গুলো স্বপ্ন হয়ে ব্যথা দেয় প্রাণে
পূরণ হয় না আশা যেন কোন ক্ষণে।
কত স্মৃতি মাথা ভরা ভুলা তো যায় না
তাই মন পায় ব্যথা হৃদয়ে সহে না।
কত সুখ দুঃখ হয়ে দেয় আজ জ্বালা
হৃদয়ের সুখ সিন্ধু কে দিল রে তালা?


একজন এসে ছিল এই কলিজায়
চেনা চেনা লাগে তারে তবু চেনা দায়।
তারে আমি সব কিছু দিয়ে ছিনু খুলে
নেড়েচেড়ে দেখে সুখ নিল হেলেদুলে।
তার পর আর কভু এলো না তো ফিরে
ঘর বেঁধে সুখে আছে ওই বহু দূরে।


রচনা কাল : ০৭/০৪/২০১৮ ইং