একুশের কবিতায় কি লিখবো আর
দেখি নাই শুনেছি যে লিখি কিছু তার।
অশ্রু দিয়ে রক্ত দিয়ে ছুটেছে বাঙালি
রেখেছে ভাষার মান বিশ্ব দিল তালি।
সারা বিশ্বে উঁচু মাথা সালাম জব্বার
রফিক শফিক আর বরকত মা'র।
মায়ের মুখের কথা কেড়ে নিবে ওরা
নয়তো সহজ কথা পড়ে গেল ধরা।


যুগে যুগে অত্যাচার আর অবিচার
সহ্য করেছে বাঙালি শোধ দিল তার।
লাথি খেয়ে জলে ডুবে কিছু মরে গেল
লেজ গুটিয়ে পালিয়ে কিছু পাড় পেল।
একাত্তরে মুক্তিযুদ্ধ আনে স্বাধীনতা
সেই কথা লিখে আজ ভরে ফেলি খাতা।


রচনা কাল : ২১/০২/২০১৮ ইং