আমায় ভাবিস না রে গভীর নিশিতে
যে প্রেম চায় হৃদয় পারবি না দিতে।
ব্যথা ভরা প্রাণটারে সুখ দিতে এসে
মরে যাবি ব্যথা পেয়ে জানি অবশেষে।
দিন থাকতে আমায় ভুলে যা রে তুই
প্রেম প্রেম করে আর বলিস না থুই।
তবে কিন্তু জীবনের হবে বড় ভুল
পাবি না তো শেষমেশ বেঁচে থাকা কূল।


কল্পনাতো সুখ আনে জীবনের তরে
সেই সুখ ফুল হয়ে প্রাণ নাহি ভরে।
দেখছিস স্বপ্ন তুই আঁধার বেলায়
বাস্তবেতে তার কথা কে শুনতে চায়?
এলোমেলো প্রাণটারে গোছানো যে কষ্ট
তাই তুই যারে দূরে বললাম স্পষ্ট।


রচনা কাল : ২৯/০৭/২০১৮ ইং