এসো ফিরে বাঁধি ঘর, নেই বাঁধা আর।
ছন্দে ছন্দে প্রাণ তাই, ভরে বার বার।
পাখি হয়ে ডানা মেলে, যাবো বহু দূরে।
আসবো আবার ফিরে, ইচ্ছে যদি করে।
মনের খবর আজ, আকাশ পাতালে;
জানবে সবাই হায়, যেন দলে দলে।
তুমি শুধু এই ভবে, শুধু যে আমার।
এসো ফিরে হাসি মুখে, ডাকি বার বার।


হাত ধরে চল মোরা, নীড়ে ফিরে যাই।
ফাঁকা ঘর পড়ে আছে, একলা একাই।
সুন্দর করে আমরা, সাজাবো বাসর।
বুক আজ মেলে যেন, বুকের ভেতর।
নিশি ভরে দু'জনায়, বলে যাবো কথা।
চলে যাবে সব দূরে, যত আছে ব্যথা।


রচনা কাল ঃ
০৭/০৮/২০১৭ ইং
১০ঃ২৯ এএম।