পৃথিবীটা বানিয়েছো খুব যত্ন করে
সাজিয়েছো সব কিছু তাতে থরে থরে।
গাছপালা তরুলতা দিলে পশু পাখি
চন্দ্র সূর্য গ্রহ তারা দেখি মেলে আঁখি।
নদী নালা খাল বিলে দিলে কত জল
সব দেহে দিলে ভরে যেন শক্তিবল।
ঘুরে ফিরে খাই দাই করি শত কাম
তুমি আছো কত দূরে নাহি মুখে নাম।


এত কিছু দিয়ে তুমি থাকো কেন চুপ
দু'নয়নে দাও দেখা দেখি ওই রূপ।
আশা করি দিবানিশি দিতে যদি দেখা
মন থেকে যেতো মুছে কালো সব রেখা।
হাহাকারে পোড়া বুক ফিরে পেতো প্রাণ
কণ্ঠে যেন ভরে যেতো মিষ্টি মিষ্টি গান।


রচনা কাল : ০৬/১১/২০১৭ ইং