ফাল্গুন এলো ধরায় নিভৃত যতনে
বসন্ত রঙিন ফুল ধাধায় নয়নে।
হালকা পবনে যেন দোলে গাছ মাথা
সেই দোলে ঝরে ফুল, মালা হয় গাঁথা।
ভোমরের দল যেন গাছে গাছে উড়ে
ফুলে ফুলে বসে রয় মন যেন কাড়ে ।
পাখি গুলো করে যেন নানা আয়োজন
কণ্ঠে তারা তোলে সুর করে গুনগুন ।


ফাল্গুন আসুক ভবে বার বার ফিরে
আনন্দে মেতে উঠুক নানা মনোহরে।
পাখি কত গান গায়, ফুল কত ফোটে
শীত তাপ নেই মনে  ধীরে বায়ু ছোটে।
কত ফাল্গুন ধরায়, এলো আর গেল
দুঃখের তরী রইল, যেথা বাঁধা ছিল।


রচনা কাল : ১৩/০২/২০১৮ ইং
১ ফাল্গুন ১৪২৪