ফাল্গুনি হাওয়া এলো ধরণীর পরে
নানা ফুল ফোটে তাই চারদিক ভরে।
পাখি গুলো সুখ পেয়ে গায় কত গান
মিষ্টি রোদের খেলায় ভরে যায় প্রাণ।
বসন্ত পাখির গানে আর ফুলে ফুলে
সুখী মন আরো সুখী ব্যথা মন জ্বলে।
ফাল্গুনি সুখ কেমন ব্যথিত না শোনে
কাক কোকিলের মত নাহি গান জানে।


গোলাপ ফুলের রঙ টুকটুকে লাল
শিমুল তেমন হয় এক নয় হাল।
বৃষ্টি বড় সুখ আনে কারো কারো মনে
ভাঙা ঘর হলে পরে বৃষ্টি দু'নয়নে।
ফাল্গুন সুখের মাস শিল্পীর তুলিতে;
কবিদের কবিতায় আর আছে গীতে।


রচনা কাল : ১৮/০২/২০১৮ ইং