কাল তারে দেখে মনে স্মৃতি করে খেলা
মনে হয় ফিরে যাই সেই ছোট্ট বেলা।
কিন্তু হয় না কখনো কেঁদে শতবার
বিধাতার কি লিখন আসে একবার।
সেদিনের খুকুমণি বড় হয়ে গেছে
সেই খুকি মোরে ছেড়ে  অন্যকে ধরেছে ।
তারে দেখে মনে হল নয় তো সে খুশি
বুঝি আমি সব তার যদিও না পুষি।


ছোট্ট থেকে আজো মন তারে কাছে চায়
ফিরে যেতে চায় মন বরই তলায়।
সেই খেলা সেই ভিটে সারা সন্ধ্যা ভরে ;
যদি পেতাম তাহারে রাখতাম ধরে।
কিন্তু আজ কেহ নাই বরই তলায়
সেই ভিটে আজ শুধু স্মৃতির পাতায়।


রচনা কাল : ২১/০৪/২০১৮ ইং