ঘর বাঁধা হবে নাক বন্ধু তুমি ছাড়া
ফোনে যদি নাহি পাই হই পথ হারা।
কারো সাথে এই মন মিলে নাহি আর
ভুল বুঝে সবে ব্যথা দেয় বার বার।
অন্ধকারে বসে একা স্বপ্ন দেখে যাই
তুমি আছো কাছাকাছি বুকে সুখ পাই।
দিবানিশি ভাবনাতে  করে যাও খেলা
মিথ্যা আশে কেটে যায় যেন সারা বেলা।


কিছু স্মৃতি মধুময় লাগে বড় ভাল
কিছু স্মৃতি এই মুখ করে দেয় কালো।
তুমি ছাড়া সব কিছু লাগে শূন্য শূন্য
সব খানে জ্বালাতন হয় নাক পুণ্য।
জীবনের সব কিছু যেন মিছামিছি
একা একা দুঃখ গুলো বুকে বেঁধে নিছি।


রচনা কাল : ০৩/০৩/২০১৯ ইং