কোথা হতে আসে ব্যথা, সয়না পরানে।
সুন্দর একটা মন, পাই না জীবনে।
দিবা নিশি মন যেন, কারে চায় পাশে।
ক্ষণে ক্ষণে জেগে ওঠে, দুঃখ তরী বেশে।
ঘর বাঁধা কবে হবে, জানে না এ মন।
কে হবে জীবন সাথী, রাঙাবে জীবন।
কত মাস দিন পরে, আসবে সময়;
হাতে রেখে তার হাত, জড়াবে আমায়।


কত দূরে কোন বনে, আছে সে ঘুমায়।
তার লাগি মন শুধু, অশ্রু যে ঝরায়।
একা লাগে ঘর কোণে, শূন্যতা যে মনে।
বাসবে ভাল কে মোরে, রাখবে নয়নে।
জীবন হবে রঙিন, সাথী এলে কাছে।
অন্ধকারে মিশে যাবে, দুঃখ সব পিছে।


রচনা কাল ঃ
১২/০৭/২০১৭ ইং
১ঃ৩৯ পিএম।