জানি বোকামি ভেবেই বসে আছো তুমি
এদিকে হৃদয় মোর ধূধূ মরুভূমি।
জোনাকিরা ঝাক বেঁধে আসে প্রতি রাতে
কখনো মনের কথা পারি নি বুঝাতে।
তুমি তো আসো না পাশে তাদের মতন
কেমনে বুঝবে বলো আমার ক্রন্দন?
আমার ব্যথার দাম শুধুই আঁধারে
সে দাম কিভাবে তুমি দিবে মেসেঞ্জারে?


ভুল করে কি তোমায় মনটা দিলাম
পাথরে ফোটাতে ফুল সময় নিলাম?
মিছেমিছি স্বপ্ন গুলো দিবানিশি ভরে;
এমনি সাজাই বলো যত্নে থরে থরে?
না গো না ঘর বাঁধবো সেই আশা করে
তোমায় নিয়ে কবিতা লেখে মন ভরে।


রচনা কাল : ০৬/০৭/২০১৮ ইং