তোমার কথা হৃদয়ে, ঢেউ হয়ে দোলে।
ভালবাসার নৌকায়, মন নিবো বলে।
তোমার আকাশ দিও, তারা ভরা রাত।
আঁকাবাঁকা মেঠো পথে, এসো গো প্রভাত।
ফুল হয়ে এসো তুমি, ঝরো না সন্ধ্যায়।
গোধূলি হলুদ রঙে, রাঙিও আমায়।
বাঁশ বাগানের পথে, এসো কাঞ্চা বেশে।
মনে মন মেলে যেন, বাঁশঝাড় দেশে।


বকুল ফুলের মালা, গাঁথা শেষ করে;
পুকুর পাড়ের পথে, এসো ক্ষণ করে।
দু'চোখে তারার দেশ, স্বপ্ন রেখা এঁকে;
নীলিমার চাঁদ দেখে, চলা এঁকেবেঁকে।
এমন সময় বুকে, তোমার স্মরণে;
থাকবো তোমার হয়ে, জীবন মরণে।


রচনা কাল ঃ
২৮/০৭/২০১৭ ইং
৯ঃ০৫ এএম।