গাঁয়ের মানুষ যেন, সহজ সরল।
মুখ বুজে ধরে রয়, মায়ের আঁচল।
সত্য মিথ্যা বুঝে তারা, দেখে নানা রুপ।
অত্যাচার প্রতিবাদে, থাকে তবু চুপ।
তাদের গায়ের বল, যেন খুব কম।
একটু হাওয়া লেগে, ফাটে যেন দম।
উচ্চ বিত্ত ধনরত্ন, ভরা যার গলা;
সমাজে সে মহা গুরু, চলে তার খেলা।


কথা বলে লাঠি তার, হাতের আঙুল।
তার কাছে লোক যেন, সব যে আবুল।
চুরি করা ধন নিয়ে, সে সমাজপতি।
অধমের বাচ্চা যেন, ধরে তার ছাতি।
এসো সবে ঐক্য হয়ে, গড়ি শক্ত দল।
সমাজের অত্যাচার, দূর করি চল।


রচনা কাল ঃ
২১/০৭/২০১৭ ইং
৯ঃ১২ পিএম।