দোয়েল কোকিল গায় মিষ্টি সুরে গান
গাছতলে রৌদ্র ফাঁকে ভরে যেন প্রাণ।
কৃষাণ কৃষাণি  চলে গ্রাম্য মেঠো পথে
ফসলের গন্ধ যেন চলে সাথে সাথে।
বিরহী রাখাল প্রাণ গাছ তলে বসে
বাঁশিতে ব্যথার সুর কোন সুরে হাসে।
ধূলিভরা মেঠো পথে খোকার ক্রন্দন
হৃদয়ের ভাজে ভাজে ব্যথা করে দান।


গ্রাম হাসে গ্রাম কাঁদে দুটোতেই সুখ
ধূলা মাটি উঠানেই ঢেকে রাখে মুখ।
কষ্ট তারা বাঁধে না কো সিনেমার ফ্রেমে
হৃদয়ের কষ্ট যেন হৃদয়েই থামে।
যুগ যুগ চলে তারা শিশু মন নিয়ে
গ্রাম থেকে সব কিছু গঞ্জ যায় খেয়ে।


রচনা কাল : ১১/০২/২০১৮ ইং