এত ভালবেসে মন হল আজ অন্ধ
যে দিকে তাকাই শুধু দেখি পথ বন্ধ।
তারে ছাড়া এই চোখে দেখি সর্ষে ফুল
সব কাজ এলোমেলো সবি হয় ভুল।
হৃদয়ের প্রতিকণা পাড়ে শুধু ফাল
তরী চলে আঁকাবাঁকা নাই বৈঠা পাল।
একা ভালবেসে মন তৃপ্তি নাহি পায়
হাহাকারে ভরে প্রাণ কষ্টে গান গায়।


একা প্রেমে পড়ে লোকে কারে দোষ দেয়
দুঃখ তাই বুক ভরে সয়ে সয়ে নেয়।
এমন ব্যথা আবার যায় না তো বলা
বললে হাসে সবাই দেয় পথ চলা।
শাহিন বলে সবারে এই কষ্ট ঠেলা
না সয়ে কত হৃদয় ডুবে গেছে বেলা।


রচনা কাল : ১৬/০৭/২০১৮ ইং