হেমন্তের শীত যেন, গায়ে লাগে মিঠা।
খেতে চায় মন যেন, কত শত পিঠা।
কৃষি ভাই পাকা ধান, নিয়ে যায় বাড়ি।
রঙ ঢঙ স্বপ্নে যেন, হাসে তার দাড়ি।
মেঠো পথে কত ধান, পড়ে রয় মাটি।
পাখি সব খুটে খায়, যেন তারা খাটি।
মাঠ পরে মাঠ শুধু, পাকা ধানে ভরা।
কৃষকের মুখে যেন, হাসি দেয় ধরা।


সবুজ ঘাসের পরে, হালকা শিশির;
রোদ করে ঝিকমিক, ছড়ে চারিধার।
ঘুম থেকে ভোরে উঠে, কাজ করে সবে।
হেমন্তের ধান তারা, বহু দিন খাবে।
ধানে ধানে ধান ঘর, যেন ভরে যায়।
মনের আনন্দে তারা, নানা গান গায়।


রচনা কাল ঃ
০৫/০৮/২০১৭ ইং
৩ঃ৪০ পিএম।