হারানোর জ্বালাতন সয় কয়জন
পারে নাহি এত ব্যথা সয়ে যেতে মন।
কেঁদে ভাসে দু'নয়ন দিবানিশি ভরে
ভুলে যাবো যদি ভাবি প্রাণ দূরে সরে।
ভালবাসি যারে বন্ধু কেন যাবো ভুলে
ব্যথা পাই যত বুকে কব তারে খুলে।
এই আশা করে আজো তার পিছে ঘুরি
নাহি বুঝে দেয় দূরে মন যায় পুড়ি।


তৃষা আজ মন জুড়ে কোথা গেলে মেটে
ধীরে ধীরে বুকটাতো যাচ্ছে ফেটে ফেটে।
কত দিন হবে বাঁচা নাই জানা নাই
মরে গেলে তার পরে তারে যেন পাই।
শূন্য বুক সেই দিন হবে যেন পূর্ণ
বুক ভেঙে আজ যত হয় হোক চূর্ণ।


রচনা কাল : ০৪/০৪/২০১৯ ইং