মুক্ত হাসি তার মুখে দিছে বিধাতায়
সেই হাসি দিয়ে বন্ধু পাগল বানায়।
এভাবে হাসতে পারে পবিত্র অন্তর
প্রাণ কাঁপে মহাসুখে যেন থর থর।
হাসি মাঝে স্বর্গ দোলে শুষ্ক এ ভুবনে
হৃদয়ে বসন্ত আসে ফোটে ফুল বনে।
হৃদয়ের প্রতিকণা গায় আজ গান
বিধাতা এমন বন্ধু করেছে যে দান।


চিরদিন বন্ধু হয়ে থাকবে কি আর
নাকি পর করে যাবে ছেড়ে এই ধার।
প্রথম যেদিন কথা বলি তার সনে
সেই দিন তার কথা ধরে যায় মনে।
অনেক যতন করে দিছি বুকে ঠাই
তার মন পেলে আমি ধন্য হয়ে যাই।


রচনা কাল : ২১/০৮/২০১৮ ইং