হে বন্ধু আবার এসো, জীবনে আমার।
সাজাবো নতুন করে, সুখের বাসর।
সেই কাঁঠাল তলায়, শীতল ছায়ায়;
গ্রীষ্মের কোন দুপুরে, বসিও আমায়।
আঁখি মেলে দুটি হাতে, করিও বাতাস।
পথের রাখাল ছেলে, যেন ফেলে শ্বাস।
হাতে রেখো সেই হাত, যার ইশারায় ;
পাশে পেতে তুমি মোরে, সুখ বেদনায়।


কন্ঠে মোর নেই সুর, কি জানি কি হয়।
ভরে ওঠে তাই বুক, জমানো ব্যথায়।
কত আশা বেদনায়, যায় ঝরে যায়।
মনের গভীরে হায়, ঝড় বয়ে যায়।
মুখ বুঝে চুপ করে, শুধু ভেবে যাই।
পুরনো সেই তোমার, গান গেয়ে যাই।


রচনা কাল ঃ
২৯/০৪/২০১৭ ইং
১০ঃ৪৮ এএম।