হরিণের পিঠে চড়ে, খোকা যায় বনে।
খায় দায় ঘুরে ফিরে, হরিণের সনে।
টুকটুকে লাল ফল, খোকা নিয়ে খায়।
খেলে তার শক্তি বাড়ে, ভয় নাহি পায়।
হরিণের সাথে খোকা, পুব দিকে যায়।
লাল পরী দেখে যেন, মিটিমিটি চায়।
পাখি দেখে হাসে খোকা, হরিণের পিঠে।
ছুটে বেড়ায় হরিণ, দ্রুত মাঠে মাঠে।


রচনা কাল ঃ
১০/০৮/২০১৭ ইং
৯ঃ০৩ পিএম।