আমার সুখের ঘর ভেঙে গেছে কবে
পথে ঘাটে কত দিন দেহ পড়ে রবে?
এতটুকু সুখ মনে পায় না ক ঠাই
যে দিকে তাকাই শুধু দেখি ওড়া ছাই।
দু'চোখের পাতা ভরা বেদনার জল
তাই দেখে কত জনে হাসে খলখল।
নীরবে সবার দেয়া ব্যথা সয়ে যাই
সুখ ছলে আরো ব্যথা বুক ভরে পাই।


কারো বুকে কারো ঘরে হয় নি তো স্থান
তাই বুঝি মন জুড়ে বিরহের গান।
একা করে পৃথিবীতে পাঠালেন যিনি
সারাক্ষণ একা করে রাখবে কি তিনি?
ভাল লাগে না কিছুই এই পৃথিবীতে
কবে বিধি দিবে ডাক তার কাছে নিতে।


রচনা কাল : ২৮/১০/২০১৮ ইং