হৃদয় মাতানো যেন, স্বদেশ আমার।
কোথা নাহি দেশ আর, সবুজ পাতার।
বিল ধারে হাটু জলে, ঝাকে সাদা বক।
শাপলা ফুলের পাতা, রোদে চক চক।
ছোট গাছে টোনা-টুনি, বুনে তার বাসা।
বাবুই চড়ই যেন, বাসা গড়ে খাসা।
রাতে ঝুলে আম গাছে, বাদুড়ের দল।
চাঁদ জ্বলে বাঁশঝাড়ে, আয় দেখি চল।


ছোট ছোট গ্রাম খানি, লতা পাতা ভরা।
তার মাঝে বয়ে গেছে, ছোট নদী ধারা।
ছেলে মেয়ে মুখরিত, জাল নিয়ে জলে।
ছোট মাছ ধরে তারা, যেন পরে খেলে।
মেঠো পথে গরু যায়, খোকা দল পিছে;
ছোটাছুটি করে তারা, এসে খুব কাছে।


রচনা কাল ঃ
২২/০৭/২০১৭ ইং
১০:০৫ পিএম।