আকাশ বাতাস গায়, তোর নামে গান।
বাগিচায় ফুল ফোটে, দিতে তোর মান।
কত লোকে চোখ মেলে, দেখে তোর রুপ।
কত ছেলে সাধু সেজে, রয়ে যায় চুপ।
তোর প্রেমে পড়ে লোকে, হাবু ডুবু খায়।
তোর ছোঁয়া পেতে যেন, মন পুড়ে যায়।
আমি শুধু বসে ভাবি, তুই কত দামি।
সাথী করে পাবো তোরে, কখনো কি আমি।


ভালবাসার বাঁধনে, যেন শক্ত করে;
হৃদয়ের খুব কাছে, রাখবো যে তোরে।
তুই ছাড়া কেউ নেই, মোর দু'নয়নে।
তুই ছাড়া অগ্নি জ্বলে, হৃদয় কাননে।
এসে তুই অন্ধকারে, জ্বেলে দিস আলো।
সেই আলোতে দু'জনা, বেসে যাবো ভাল।


রচনা কাল ঃ
১০/০৫/২০১৭ ইং
১ঃ৩১ পিএম।