জাম গাছে পাকা জাম, কুচকুচে কালো।
খোকাখুকু খেয়ে বলে, লাগে কত ভালো।
খোকা বলে জাম যেন, বড় মধুময়।
খুকু বলে শরীরের, রক্ত বেড়ে যায়।
পেট ভরে জাম খেয়ে, মুখ করে লাল।
বিচি গুলো সারি করে, রাখে গাছ তল।
হাসি খুশি খোকাখুকু, জাম খেয়ে হায়।
দিন গুলো সুখে ভরা, যায় কেটে যায়।


সারা দিন জাম গাছে, পাখি ঘুরে ফিরে।
খায় দায় ফেলে দেয়, পেট যায় ভরে।
বাচ্চা তার পিছু পিছু, ডানা কেঁপে কেঁপে;
চলে যেন জাম গাছে, পথ মেপে মেপে।
খোকাখুকু পাখি গুলো, খায় কত গাল।
সব শেষে বলে তারা, খাবো পেরে কাল।  


রচনা কাল ঃ
০৯/০৮/২০১৭ ইং
৩ঃ২৫ পিএম।