বহু দিন আগে তারে দেখেছি সন্ধ্যায়
কিছুক্ষণ পরে সে তো আঁধারে মিলায়।
সে দেখা আজ হৃদয়ে ছবি হয়ে হাসে
মনে হচ্ছে সে আমায় আজো ভালবাসে।
ভয় বা লজ্জায় যেন কাঁপা কাঁপা ঠোটে ;
বলে ছিল কোন দিন যাবেন না ঘাটে।
সেথায় আছে মোদের শত শত স্মৃতি
সে গুলো যে আপনার করে যাবে ক্ষতি।


চুপচাপ তার কথা, শুনে ছিনু আমি
জানতাম শেষ কথা, তাই বড় দামি।
কথা শেষে আঁখি প্রাণে ঝরে ছিল বর্ষা
তাইতো ছিল না মোর মুখে কোন ভাষা।
ছলছল আঁখি মোর বলে ছিল কথা
বুঝেছিল সে আমায় দিল বড় ব্যথা।


রচনা কাল : ০৮/০৪/২০১৮ ইং