ইমু কলে জেগো তুমি রাত্রি নিশি কালে
চুপে চুপে বলো কথা মায়ের আড়ালে।
হেসো শুধু মনে প্রাণে শব্দ করবে না
ঘুম যদি যায় ভেঙে মায়ে ছাড়বে না।
কোন কথায় রাগলে যাবে তুমি চেপে
উত্তেজিত হলে কিন্তু মায়ে যাবে ক্ষেপে।
সাবধানে তাই কথা বলবে নিশিতে
কেমন সুখের তরে মজবো পিরিতে।


সত্যি করে বলো তুমি উঠবে কি আজ
ফিসফিসে কথা মজে যেন রাত্রি মাঝ।
ঘুমঘোরে কত কথা হবে মন থেকে
কত কথা রবে পড়ে গেলে একেবেকে।
না বন্ধু জাগবো না রে মা খুব চালাক
বুঝলে মেরে ফেলবে দিনেতেই থাক।


রচনা কাল : ১৪/০৮/২০১৮ ইং