জীবন মানেই জ্বালা অনলের খেলা
পুড়তে পুড়তে প্রাণ কেটে যায় বেলা।
দূরের তারার মাঝে দেখা মেলে সুখ
ধরতে গেলেই যেন কালো হয় মুখ।
সারাটি জীবন ধরে স্বপ্ন মন আঁকে
বিরহ ছোঁয়ায় যেন মুছে পথ বাঁকে।
হারাবে দুঃখের দিন মিটে যাবে আশা
ভাবলে গভীর রাতে সুখ আসে খাসা।


বাস্তবে কখনো প্রাণ শান্তি নাহি পেলো
স্মৃতিরা হারিয়ে গিয়ে ফিরে ফিরে এলো।
নয়ন জলের ধারা বয় অবিরত
হৃদয় পিঞ্জরে যেন হয়ে যায় ক্ষত।
নীরব বেদনা সয়ে আছি কোনমতে
এভাবে ভাসবো কত জীবনের স্রোতে?


রচনা কাল : ০৬/০২/২০১৯ ইং