যারে ভালবাসি আমি, সেই হয় পর।
পর হাত ধরে তারা, বাঁধে সুখে ঘর।
জীবন পাতায় আর, নেই সাদা পাতা।
আঁকাবাঁকা লেখা সব, ভরে আছে খাতা।
কি করে লিখবো আর, জীবন পাতায়।
ব্যথা ভরা মন কাঁদে, কোন সে খাঁচায়।
কি করে মিলবে মোর, সুখের বাসর।
ঝড় বেগে বাঁধা এসে, ভাঙে যে অন্তর।


মিলনের স্বপ্ন আজ, ভেঙে চুরমার।
থেকে থেকে বুক তরে, ওঠে হাহাকার।
দুঃখ সাগরের ঢেউ, আসে কত বেগে।
হৃদয়টা ভেঙে দেয়, যেন কোন রাগে।
স্বপ্ন গুলো মুঠো করে, জীবনের পথে;
কেটে যায় সারা বেলা, কেউ নেই সাথে।


রচনা কাল ঃ
২৭/০৪/২০১৭ ইং
৯ঃ২২ পিএম।