জীবনটা মিছামিছি যেন কেটে যাচ্ছে
নিশিরাতে বসে আজ কান্না শুধু পাচ্ছে।
কালো মেঘে ঢেকে আছে অশ্রু দু'নয়নে
কেউ নাহি দেখে তাই কেউ নাহি শোনে।
একা একা দুঃখ মনে কেটে যায় বেলা
কেউ কেউ পাশে বসে করে যায় হেলা।
সত্যি আজ মিছা স্বপ্ন মিছে বেঁচে থাকা
একা বসে কোন দিকে চাই আঁকাবাঁকা।


জ্বালাতন দেয় সবে সুখ নাহি দেয়
ছলনায় কাছে এসে স্বপ্ন কেড়ে নেয়।
এই বুক শুধু কান্দে প্রশ্ন জাগে মনে
ভরা এই পৃথিবীতে কেউ নাই সনে।
চিরকাল কেটে গেল পাগলের বেশে
এতটুকু প্রেম পেতে প্রাণ গেল শেষে।


রচনা কাল ঃ ২১/০৫/২০১৯ ইং