জৈষ্ট্য মাসে আম পাকে, পাখি করে খেলা।
সবুজের মাঝে যেন, হলুদের মেলা।
গাছে গাছে উড়ে পাখি, দেখে নানা ফল।
পাকা ফল পেলে যেন, হাসে খলখল।
এক ডাল ছেড়ে তারা, যায় অন্য ডালে।
আম রস নিয়ে মুখে, সারা দিন চলে।
আনন্দে নেচে বেড়ায়, করে চেঁচামিচি।
জৈষ্ট্য মাস এলে যেন, বলে তারা বাঁচি।


আধা আম খেয়ে যেন, পেট ভরে যায়।
গানে গানে মুখরিত, গাছের শাখায়।
কি জানি কি ভেবে পাখি, রুপবতি বেশে;
উড়ে যায় অন্য বনে, অন্য কোন দেশে।
সেথা নাই পাকা আম, জৈষ্ট্য মাস জুড়ে।
বিদেশ ছেড়ে আবার, ফিরে আসে নীড়ে।


রচনা কাল  ঃ
০৩/০৮/২০১৭ ইং
৮ঃ১৭ পিএম।