যখন রাত্রী গভীর, বাহির উঠানে;
তারা মাঝে থাকি চেয়ে, অদৃশ্য নয়নে ।
কাছে নেই বলে আজ, মন কেঁদে মরে।
শুনে মেঘ কান্না করে, বৃষ্টি হয়ে ঝরে।
বহু দূরে মৃদু স্বরে, বিরহের গান;
কানে আসে ব্যথা বাড়ে, ভাসে দু'নয়ন।
রাত জানে মোর ব্যথা, আর কেউ নয়।
কত ব্যথা কত জ্বালা, বুকে মোর সয়।


নিশি কেটে ভোর হয়, ব্যথা না ফুরায়।
সব কিছু শেষ হয়, কত বেদনায়।
মনের আকাশ জুড়ে, মেঘ মালা ভাসে।
আমায় কাঁদিয়ে যেন, দূরে কে যে হাসে।
শুকিয়ে গেছে আমার, দু'চোখের জল।
তবু তার অপেক্ষায়, রবো চিরকাল।


রচনা কাল ঃ
১৮/০৫/২০১৭ ইং
৭ঃ৫৩ পিএম।