জন্মভূমি ধন্য আমি, তোমার পরশে।
সুখী আমি মেঠো পথে, রাখালির বেশে।
সোনা নয় সোনা রুপে, ফলে সোনা ধান।
কৃষি ভাই করে চাষ, থাকে তার মান।
সবুজ বনের বৃক্ষ, দান করে ফল।
মানুষ ছাড়াও খায়, পশু পাখি দল।
গাছের ছায়ার তলে, পাখি থাকে বসে।
মাঝে মাঝে গান গায়, কারে ভালবেসে?


সবুজ শ্যামল দেশ, কোথা আছে আর?
গাছে গাছে উড়ে চলে, পাখি চারিধার।
নদী নালা খাল বিলে, মাছ করে খেলা।
ঘাটে বসে রঙ্গরসে, কেটে যায় বেলা।
টোনা টুনি টুন টুন, মুখরিত বেশ।
হে আমার জন্ম ভূমি, তুমি বাংলাদেশ।


রচনা কাল ঃ
২৭/০৭/২০১৭ ইং
১১ঃ৩৮ এএম।