কাঁদে মন কাঁদে চোখ আর কাঁদে প্রিয়া
ভেঙে যায় এই বুক ভেঙে যায় হিয়া।
আর মাত্র কিছুক্ষণ তাই হবে পর
বেঁধে নিবে অন্য সাথে যেন তার ঘর।
আজ থেকে চিরকাল রয়ে যাবে দূরে
ভেবে যেন এই প্রাণ যায় জ্বলে পুড়ে।
কোন দিন ভালবেসে হবে নাহি সাথি
দূর থেকে শুধু ব্যথা যাবে যেন গাঁথি।


এতটুকু কষ্ট আর বলা নাহি হবে
পর সাথে মন বেঁধে যুগে যুগে রবে।
একা একা তীব্র জ্বালা নিতে হবে সয়ে
নিশিরাতে বুক হাড় যাবে শুধু ক্ষয়ে।
ভাবনাতে রবে পাশে চিরকাল ধরে
ধীরে ধীরে মোরে ভুলে যাবে সেই সরে।


রচনা কাল : ০১/০৫/২০১৯ ইং