অশ্রু জলে ভিজে যায়, মোর দু'নয়ন।
তুমি আজ বহু দূরে, বোঝে যেন মন।
মন কে নানান ছলে, কত যে বুঝায়;
তুমি আছো সারাক্ষণ, ভেতর হৃদয়।
বাঁকা চাঁদে হাসি দেখে, মনে পড়ে যায়;
সেই হাসি কোন দিন, মন কে পোড়ায়।
আজ আমি তরী ভেসে, যাই বহু দূরে।
তবু মনে সারাক্ষণ, কেমন যে করে।


ভাবনার জগৎ জুড়ে, শুধু এলোমেলো।
হরিণের চোখ যেন, নাহি লাগে ভালো।
রাতের আঁধার যেন, বড় মধুময়।
ক্ষণে ক্ষণে দুঃখ যেন, গায়ে শিহরায়।
আকাশের তারা যেন, কাগজের ফুল।
গন্ধ নেই মন যেন, চেয়ে করে ভুল।


রচনা কাল ঃ
২৭/০৭/২০১৭ ইং
৯ঃ৪৩ পিএম।