নিশিতের গায়ে বসে জোনাকির মেলা
মৃদু বাতাসেতে তারা যেন করে খেলা।
চাঁদ হাসে নিলাকাশে গভীর নিশিতে
মেঘ আসে সেই চাঁদ যেন ঢেকে দিতে।
মন হাসে ব্যথা পেয়ে একেলা যখন
কেউ শোনেনা মনের সে কান্না তখন।
নিশ্চুপ রাতের সাথে খেলে কয় জনে
বিরহী হৃদয় জাগে কেন রাত সনে?


স্মৃতি গুলো নিশিরাতে দেয় মন ঘেরা
কষ্ট গুলো ঝাঁক বেঁধে করে চলাফেরা।
বিরহী হৃদয় গুলি শুধু গান গায়
কালো মাঝে কালো সেজে কি সুখ সে পায়?
কেন আসে রাত নেমে হৃদয় গভীরে
ধরণীর মত চেপে ধরে ধীরে ধীরে।


রচনা কাল : ২৮/০৪/২০১৮ ইং