কাঁদি আজ একা একা ডুবে অন্ধকারে
ঘর বেঁধে নিছে বলে আসে নাক ধারে।
সুখ নাই কোন খানে শুধু আছে জ্বালা
হৃদয়ের মাঝে দুঃখ হয়ে আছে কালা।
কত দিন কত রাত যাবে কেঁদে কেঁদে
তার মত কবে রব সুখে ঘর বেঁধে।
স্বপ্ন গুলো আশা গুলো হবে নাক পূর্ণ
পুড়ে পুড়ে মন প্রাণ হয়ে যাবে চূর্ণ।


কারো কিছু হবে নাহি যত ব্যথা পাই
কষ্ট দিয়ে সুর বেঁধে তাই গান গাই।
বুকে যত তৃষা আছে মিটে নাহি যাবে
তিলে তিলে জ্বলে জ্বলে মন কষ্ট পাবে।
ভুবনের কেউ নাহি বুঝে নিক মন
দেখে নিক কত জলে ভাসে দু'নয়ন।


রচনা কাল : ১৪/০৩/২০১৯ ইং