কে তুমি এলে আঁধারে, ঘুম কেড়ে নিতে।
দু'চোখের পাতা টানো, আমায় জাগিতে।
ঘুম আঁধারের ঘুম, মোর দু'নয়নে।
বিছানা আপন মোর, তাই রয় সনে।
জোসনা মাখা ছায়ায়, বহু পথ হেটে;
দাঁড়ালে মোর দুয়ারে, আমি শুয়ে খাটে।
চুপি চুপি ধীরে ধীরে, আমায় জাগালে।
আশার প্রদীপ তুমি, একটু জ্বালালে।


দু'নয়ন আধ ঘুমে, করছে শয়ন।
তাই সব পরিষ্কার, দেখেনি তখন।
যখন ঘুম হারাল, তুমি চলে গেলে।
তন্ন তন্ন করে খুঁজি, কোথাও না মেলে।
আবার এসো আমার, আঁধার এ ঘরে।
হে সুখের রানী স্বপ্ন, দেখা দিও মোরে।


রচনা কাল ঃ
১৫/০৩/২০১৭ ইং
৮ঃ৫৯ পিএম।