মনের গোপন কথা বাহিরে না এলো
জীবনের প্রতি পাতা হল এলোমেলো।
গভীর নিশিতে ডাকে কে যেন আমায়
ভালবাসা দিবে বলে প্রাণে যদি চায়।
দুঃখ যদি নিই আমি মন প্রাণ ভরে
তাহলে আসবে নাকি সুখ এই ঘরে।
অন্ধকারে বলে যায় ছুঁইলে হারায়
তারপর খিলখিলে হাসে জানালায়।


কেবল স্বপ্ন আমার আঁধার বেলায়
দুঃখ দিয়ে তারপর দূরে চলে যায়।
দিবানিশি সারাক্ষণ সব খানে জ্বালা
কে দিবে আঁধার ঘরে বড়সড় তালা।
ব্যথা প্রাণ ব্যথা বোঝে করে যেন ধার
বিরহের গান তাই শুনে বারে বার।


রচনা কাল : ০৩/০৬/২০১৮ ইং