বিধাতা কেমন করে বানায় মানুষ
অপরকে দেখে হয় প্রাণ যে বেহুশ।
কেমন সুতায় বলো বাঁধা দুটি মন
একবার দেখা হলে ফিরে না নয়ন।
কেমন জিনিষ বলো দুঃখ আর সুখ
তাতে সবে ভেবে ভেবে খোলে যেন মুখ।
ভালবাসা দিয়ে নিয়ে হাসায় কাঁদায়
কেমন খেলায় বলো বিধাতা হারায়?


জোড়া জোড়া মিলে দেয় সুক্ষ্ম জ্ঞান দিয়ে
সুখ দুঃখ ঢেলে দিয়ে মাতে যেন বিয়ে।
জীব আর জড় যেন এক ফ্রেমে বাঁধা
নেগেটিভ পজিটিভে মিলে হয় সাদা।
সবার হৃদয় যেন এক ফলে গড়া
হাসি কান্না নিয়ে তাই বাঁচা আর মরা।


রচনা কাল : ২০/০৬/২০১৮ ইং