শৈশবের স্মৃতি আজো মনে দেয় দোলা
সেই চেনা মুখ গুলো নাহি হয় ভোলা।
এক সাথে খেলাধুলা এক সাথে পড়া
সব কাজ নিজ মনে মিলেমিশে করা।
নৌকা নিয়ে ঘুরে ফিরে সন্ধ্যা বেলা ফেরা
সেই সব কথা গুলো মন জুড়ে ঘেরা।
ফিরে আর নাহি পাবো সেই দিন গুলো
গায়ে আর ভুল করে লাগে নাহি ধূলো।


সাড়া পাড়া ঘুরে যেন দেহ পড়ে নুয়ে
শরীরের ভাজে ভাজে ঘাম ঝরে চুয়ে।
সব মুখে হাসি ভরা মনে শত বল
খেলা চলে আম জাম আর লিচু তল।
সন্ধ্যা বেলা জমে খেলা রাত্রি হলে শেষ
ঘুমঘোরে আরো খেলা চলে স্বপ্ন দেশ।


রচনা কাল : ২০/১১/২০১৮ ইং