একজন এই ভবে ভালবেসে ছিল
বুকটারে কান্না দিয়ে যেন ভরে দিল।
বার বার মনে পড়ে ভাসে শুধু স্মৃতি
স্বপ্ন মাঝে বুঝে গেছি দিছি প্রেমপ্রীতি।
কত দিন চলে গেছে দেখা নাহি হয়
ভুলে গেছে সেই কবে মন প্রাণ কয়।
যার বুকে সুখ আছে আরো সুখ পায়
এতটুকু দুঃখ বুঝি তারা নাহি চায়।


নিশিরাতে কত জ্বালা কয় জনে জানে
সুখে ঘর বাঁধা হলে দুঃখ নাহি মানে।
সব চেয়ে বড় কষ্ট একা পৃথিবীতে
বিরহের দু'টি চোখ জল চায় দিতে।
ঘুমহীন প্রতি রাত কাটে কষ্ট নিয়ে
খেলে যাই প্রতিক্ষণ শুধু স্মৃতি দিয়ে।


রচনা কাল : ০৮/০২/২০১৯ ইং