হাজার নক্ষত্র ভিড়ে যদি মিশে যাও
খুঁজে নিবো বুক মাঝে তুমি শুনে নাও।
গাছপালা তরুলতা পাখিদের মাঝে
যদি কভু যাও মিশে খুঁজে পাবো সাজে।
যদি নীল শাড়ি পড়ে নীল রঙ মেখে
নীলাকাশে যাও মিশে তবু যাবো দেখে।
কতদূর যাবে বলো কত পথ ছাড়ি
যত গ্রাম নদী পড়ে সব দেবো পাড়ি।


যদি থাকো ভাগ্যে তবে আসবে এ ঘরে
কলিজায় যত্ন করে রাখবো যে ভরে।
পারবে না দূরে গিয়ে লুকিয়ে থাকতে
মরে যাবে পারবে না ভুবনে বাঁচতে।
শত স্বপ্ন শত শ্রম জাগা শত রাত
সব কিছু সার্থ হবে ধরো যদি হাত।


রচনা কাল : ২৪/০৯/২০১৮ ইং