তুমি কথা বলো বলে মন সুখে ভরে
শ্রাবণ হিংসায় যেন কান্না হয়ে ঝরে।
মেঘের উপরে চিল উড়ে ডানা মেলে
ভাবনাতে মন যেন কত কিছু খেলে।
প্রথম আমার গানে হেসে ছিলে কত
সেই হাসি আজো প্রাণে সুখ দেয় শত।
লিখেছি তোমার নাম যতনে অন্তরে
কবিতা হলে আমার জনমের তরে।


জীবন সাথি আমার হতে তুমি চাও
সরাসরি নাহি বলে ইঙ্গিতে বুঝাও।
মুখে শুধু একবার বলো ভালবাসি
দেখবে মনের কথা সব দিবে হাসি।
তখন জমবে খেলা দিবানিশি ধরে
এক মন অন্য মন রাখবে আদরে।


রচনা কাল : ৩১/০৭/২০১৮ ইং