মনের আকাশে আর উঠেনা তো তারা
হৃদয়ের ভালবাসা তাই গেছে মারা।
ভাবতে ভাবতে মাথা হয়ে গেছে ব্যথা
হাসি মুখে তাই আর ফোটে না তো কথা।
বুকে আর ভালবাসা করে না তো খেলা
ফুরে যাবে এ জীবন নাই বেশি বেলা।
সুখের জীবন আর হল না তো ভবে
পরজনমে কি আর সুখ সাথে রবে?


মন থেকে কত দূরে আছে সুখ পাখি
গভীর নিরবে ভাবি স্বপ্ন সঙে রাখি।
হেলা নয় মন থেকে পেতে চাই সুখ
কি করে ফুটবে হাসি হবে লাল মুখ।
কৃষ্ণচূড়া সেই গাছ গেছে কবে মরে
কোকিলের গান নেই বসন্তের তরে।


রচনা কাল : ০৮/০৩/২০১৮ ইং