কষ্ট লাগে শুধু কষ্ট কেউ নাহি দেখে
বিরহের কত সুর মনে থাকে মেখে।
ক্ষণে ক্ষণে তার কথা জাগে এই প্রাণে
স্বপ্নে দেখি আজো তারে সেতো নাহি জানে।
কত ফুল যায় ঝরে বন নাহি বোঝে
কোন ফুল ভুল করে সেতো নাহি খোঁজে।
যার মন সুখে ভরা প্রেম নাহি চায়
ব্যথা দিয়ে সেই যেন কিছু মজা পায়।


যার বুকে কষ্ট নাই নেই কোন জ্বালা
সারাক্ষণ থাকে যেন তার গলে মালা।
তৃষা নাহি বোঝে সেই নাহি বোঝে কষ্ট
সত্য প্রেম দেয় দূরে মন যেন নষ্ট।
এই মন সুখ চেয়ে দুঃখ শুধু পেলো
মিছামিছি চিরদিন তারে খুঁজে গেলো।


রচনা কাল : ২৩/০৩/২০১৯ ইং