ব্যথায় বুক ফেটেছে আঁধার বেলায়
রক্ত গড়ে অবিরত প্রেমের খেলায়।
এতটুকু সুখ দিয়ে করেছে আঘাত
কমিয়ে দিয়েছে যেন প্রাণের হায়াত।
কারো সাথে যদি কথা বলে নিরালায়
বুকের ভেতর ক্ষত সৃষ্টি হয়ে যায়।
সইতে পারি না তার পর সাথে হাসি
অশ্রু জলে ঝরে পড়ে দুঃখ রাশি রাশি।


বুকটা কেমন করে বলতে পারি না
কষ্ট লাগে শুধু কষ্ট সুখ তো পাই না।
হাহাকার মন জুড়ে করে আনাগোনা
তার কথা বিষ লাগে যায় না তো শোনা।
মন তাই তারে বলে এবার ঘুমাও
মন চাইলে অন্য কে প্রেমেতে ভুলাও।


রচনা কাল : ২৫/০৯/২০১৮ ইং