নিলাকাশে যত তারা জ্বল জ্বল করে
তার বেশি সুখ ছিল এই শূন্য ঘরে।
বৈশাখের মাঝ পথে উত্তরাংশ নভে
কালো ছাইয়ের মত দুঃখ জাগে সবে।
কার কাছে বলি সব কার কাছে যাই
প্রাণ আর ব্যথা ছাড়া মোর কিছু নাই।
হাসি মাঝে ব্যথা ফোটে কান্না মাঝে সুখ
অশ্রু দিয়ে মাঝে মাঝে ধুয়ে নিই মুখ।


নিশিরাতে স্মৃতি নিয়ে করে যাই খেলা
কেটে গিয়ে ধীরে ধীরে আসে ভোর বেলা।
এই ভাবে সারা মাস কেটে যদি যায় -
একা রবো যাব নাক আর কারো নায়।
বুঝানোর প্রয়োজন হবে নাহি আর
দুঃখ জ্বালা শেষ করে যাবো ওই পাড়।


রচনা কাল ঃ ১৭/০৫/২০১৯ ইং