তোমার মিষ্টি কথায় পরাণ জুড়ায়
দুঃখ গুলো তাড়াতাড়ি কোথায় লুকায়?
অশ্রু গুলো যায় মুছে থাকে কিছু দাগ
তা দেখে রাত জোনাকি করে খুব রাগ।
হাসি মুখে ডলে ডলে সেই দাগ তুলি
দুঃখ ছিল তুমি বিনে সবি যেন ভুলি।
কেউ জানে না বোঝা না কষ্ট সে আমার
নিরবে এসেই যেন হারায় আবার।


কথা বলে সুখ মেলে তুমিও বললে
আমার সাথেই পথ তাই তো চললে।
জানি না এই পথের শেষ যে কোথায়
তোমার সাথেই যেন রজনী পোহায়।
শুধু এ জনম নয় পর জনমেও
এভাবেই থেকে পাশে ভালবেসে যেও।


রচনা কাল : ০৩/০৯/২০১৮ ইং